২৪.০৩.১৪
খুব বেশি হতাশ লাগছে। আর পারছিনা সয্য করতে। অত্তহত্তাটা যদি মহাপাপ না হতো , তবে আমি তাই করতাম। তুমি বুঝবেনা কত কষ্টের মাঝে রেখেছো আমায়। সারাক্ষণ বুকের মাঝে শুধু একটাই নাম ঔচ্চারিত হচ্ছে, তোমারি নাম বাবু। আমার অপরাধটা কি বলতে পারো?
আর পারছিনা আমি। ওউফ কেন মরিনা, তোমার সাথে মিথ্যে অভিনয় করতে যেয়ে যে আমি আরো শেষ হয়ে যাচ্ছি। এতো কাদতে পারি আমি, গ্রামে এই একটি বদ্ধ ঘরে শুধুই তোমাকে ভেবে চোখের পানি ফেলে যাচ্ছি। এত কষ্ট কেন দিলে আমায়? আমার ভালোবাসা কি মিথ্যে ছিলো তোমার কাছে। কিছুতেই নিজেকে বুঝাতে পারিনা। ঔফ আল্লাহ আর পারছিনা আমি। আর কত কাদলে এই কষ্ট শেষ হবে?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন