শুক্রবার, ২৪ মে, ২০১৯

12

24.05.2019



Din to jacche, tar sathe moner kostogolo kingba ososthota golo barche. Er budhoi kono sesh nei, taito vhule thakar apran cesta. Tobou din seshe sei abar puranu srity der sathe lukuchuri colchei . . 

ব্যস্ততা আমারো আছে,
তবু সারাদিনের কাজ শেষে
নিজের একান্ত মুহূর্তটাতে
জানতে ইচ্ছে হয় -
তুমি কেমন আছো?
ক্লান্তি আমারো লাগে,
তবু হাজারো ক্লান্তির পরেও
দেখতে ইচ্ছে হয় -
তোমায় নিয়ে লেখা
উপাখ্যানটার কতোদূর হলো?
অভিমান আমারো হয়,
তবু সব ভুলে গিয়ে অন্তরালে
ফোনটা হাতে নিয়ে দেখতে ইচ্ছে হয়
তোমার কোনো ফোন কল অথবা
এস এম এস যদি পাই।
অভিযোগ আমারো আছে,
তবু আমি এটাই ভাবি
প্রানের চেয়ে প্রিয় মানুষটাকে
নিয়ে কার কাছে অভিযোগ চাই?
শুধু নেই যেটা তা হলো - অনুশোচনা;
সত্যি আমার কোনো অনুশোচনা নেই,
কোনো আফসোস নেই,
নেই কারণ- তোমাকে ভালোবাসার
কোনো কমতি নেই।
আমি মন ভরে আমার সবটুকু দিয়ে
তোমাকে ভালোবেসেছিলাম,
তাই নিজের আয়নায় নিজের কাছে
নিজে নিরেট স্বচ্ছ,
আর তোমার যে প্রতিচ্ছবিটি
সেটা অনেকটা ঝাপসা আর অস্পষ্ট!

Japsa hoye asha srity golo kostogolokeo ki osposto korte parena? Tumar moto valo thakar ovinoi korate assist korte parena? Ouff!  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন